

দু চার দিন এর ভ্রমন
“দু চার দিন এর ভ্রমণ” বইটিতে লেখক স্বপন রায় সংক্ষিপ্ত ভ্রমণ পরিকল্পনার এক অনন্য সংকলন উপহার দিয়েছেন। কলকাতার আশেপাশে ২ থেকে ৪ দিনের জন্য কোথায় ঘোরা যায়, কীভাবে যাওয়া যায়, এবং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের কোন কোন দিকগুলি চোখে পড়বে—তা সহজ ভাষায় এখানে তুলে ধরা হয়েছে। বইটি ভ্রমণপিপাসু পাঠকের কাছে একধরনের পথপ্রদর্শকের কাজ করবে।
লেখক বিভিন্ন গন্তব্যকে শুধু পর্যটনকেন্দ্র হিসেবে দেখেননি, বরং সেই অঞ্চলের মানুষের জীবনধারা, খাদ্যাভ্যাস ও স্থানীয় উৎসবগুলির কথাও ফুটিয়ে তুলেছেন। যেমন, শান্তিনিকেতনের গ্রামীণ মেলা, বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প, কিংবা সুন্দরবনের প্রাকৃতিক বিস্ময়—সবই এই বইয়ে জায়গা পেয়েছে। প্রতিটি অধ্যায় পাঠককে সংক্ষিপ্ত ছুটির ভ্রমণ পরিকল্পনা করতে সাহায্য করে, যাতে কম সময়ে বেশি কিছু দেখা যায়।
বইয়ের ভাষা সহজবোধ্য, তথ্যভিত্তিক এবং একইসঙ্গে প্রাণবন্ত। যাঁরা শহরের ব্যস্ততা থেকে কয়েকদিনের মুক্তি খুঁজছেন, তাঁদের জন্য এই গ্রন্থ নিঃসন্দেহে এক মূল্যবান সহচর হতে পারে।


ভাল ভূত ও অনন্য গল্প
“ভাল ভূত ও অনন্য গল্প” শিশুদের জন্য এক মজার ভৌতিক গল্পসংকলন, যা লিখেছেন সুবিমল সরকার এবং প্রকাশ করেছে রোহিণী নন্দন। বইয়ের ভূতেরা ভয় ধরানোর বদলে পাঠকের মনে আনন্দ আর কৌতূহল জাগায়। প্রতিটি গল্পে রয়েছে কিছুটা রহস্য, কিছুটা হাস্যরস, আর একটু মায়া—যা ছোটদের কল্পনাকে আরও সমৃদ্ধ করে তোলে।
গল্পগুলিতে দেখা যায় এমন সব ভূত, যারা দুষ্টুমি করে কিন্তু কারও ক্ষতি করে না। কখনও তারা গ্রামের বটগাছের ডালে বসে গান গায়, কখনও আবার ছোটদের সাথে খেলায় মেতে ওঠে। লেখক সহজ ভাষায় এবং হালকা রসিকতার ভঙ্গিতে এই চরিত্রগুলোকে এঁকেছেন, যাতে পাঠকরা ভয়ের পরিবর্তে মজা পায়।
এই বই শুধু বিনোদন দেয় না, বরং শিশুদের মনে সাহস এবং ইতিবাচক চিন্তাভাবনার বীজ বুনে দেয়। ভূতের ছায়ায়ও যে বন্ধুত্ব, সহমর্মিতা আর ভালোবাসা খুঁজে পাওয়া যায়—“ভাল ভূত ও অনন্য গল্প” তারই এক সুন্দর উদাহরণ।
Rohini Nandan – Publisher Printer Book Seller
19/2, Radhanath Mallick Lane Kolkata – 700 012
+91-9231508276
rohininandanpub@gmail.com