Description
বই পরিচিতি: বেঁচে থাকার সহস্র পাণ্ডুলিপি হাতে দাঁড়িয়ে থাকি অগ্নিকুণ্ডের মাঝ বরাবর। লেখা হয় শিরোনাম, হৃদগ্ধ পরিণামের কালো ছাই মেখে জয়গান গেয়ে যায় জল্লাদের মিছিল। অজানা ঠিকানায় ফুল ফোটে গাছে, কথা বলে কথাহীন স্বরলিপি। শূন্যতার গাঢ় রঙ জেহাদ রচনা করে, ঠিকুজির শেষ অক্ষরে লেখা থাকে মৃত্যু। পায়ের ছাপ দেখে বুঝে নিই হিংস্রতার পরিমাপ, নখের আঁচড়ে তখনই লেখা হয় জঙ্গলিপি।
লেখক পরিচিতি: কবিতাই প্রথম প্রেম ও আশ্রয়। কবিতার বিষয় মূলত নর-নারীর প্রেম-অপ্রেম, সম্পর্কের জটিল মনস্তত্ব, জীবন ঘিরে বহুমাত্রিক দার্শনিক বোধ। এছাড়াও প্রকৃতি, অন্যায়ের প্রতিবাদ, সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তাঁর লেখ্য বিষয়। এরই প্রতিফলন তাঁর প্রথম উপন্যাস ‘জঙ্গলিপি’। কবিতার পাশাপাশি ছোটগল্প ও প্রবন্ধেও সমান আগ্রহী। কাব্যগ্রন্থ : ১) পথে হলো দেরি ২) স্মৃতিটুকু থাক ৩) বৈরাগীর ক্যানভাস ৪) মায়াকর্ষণ। সম্পাদিত পত্রিকা : নবসোপান।