Description
লেখক পরিচিতি:
ড. মনোরঞ্জন বিশ্বাস
১৯৪৪ সালে অবিভক্ত ভারতে অধুনা বাংলাদেশের খুলনা জেলার (বর্তমানে সাতক্ষীরা জেলা) অন্তùর্গত কাশীপুর গ্রামে জন্ম। অতি শৈশবে পিতৃবিয়োগ হওয়ায় আশৈশব দারিo্যরে সঙ্গে সংগ্রাম করে চলে পড়াশোনা। ১৯৬০ সালে স্থানীয় উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় (ঢাকা বোর্ডের অধীন) মেধা তালিকায় স্থানসহ ßñলারশিপ প্রাপ্তি। এরপর কলকাতায় আগমন এবং ১৯৬১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে প্রাক বিশ্ববিদ্যালয় পরীক্ষায় সাফলতা ও স্নাতকস্তরে প্রবেশ। ১৯৬৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিদ্যায় অনার্স সহ বি.এস.সি ডিগ্রী লাভ। ১৯৬৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় ‘নিউক্লিয়ার ফিজিক্স’ স্পেশাল পেপার সহ এম. এস. সি ডিগ্রী লাভ। ১৯৬৭ সালে কলকাতার নিউআলিপুর কলেজে (ঝoডন্ঠ (দ্মonsorত্রত্মূ পদার্থ বিদ্যা বিভাগে লেকচারার (বর্তমানে অ্যাসিস্টান্ট প্রফেসর) হিসেবে যোগদান এবং আংশিক সময়ের অতিথিগবেষক হিসাবে ঢঙ্কosত্র জ্জnsন্ঠiন্ঠন্ডন্ঠত্রণএ প্রবেশ। ১৯৭৮ সালে পদার্থবিদ্যায় ‘‘নিউক্লিয়ার ফিজিক্স’’ বিষয়ে গবেষণার জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ্.ডি ডিগ্রী লাভ। ১৯৮৬ সালে নিউআলিপুর কলেজে পদার্থবিদ্যা বিভাগে রীডার (বর্তমানে অ্যাসোসিয়েট প্রফেসর) পদে উন্নয়ন। ১৯৮৯ সালে নিউআলিপুর কলেজে পদার্থবিদ্যা বিভাগে বিভাগীয় প্রধানের ূHঞ্জঙ্গূ দায়িত্বভার গ্রহণ। দীর্ঘ প্রসারিত এই অধ্যাপনা, গবেষণা, এবং প্রশাসনিক কর্মজীবনের ফাঁকে ফাঁকে চলে বেশ কিছু জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা ও প্রকাশনা। ২০০২ সালে প্রকাশিত হয় একখানি জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক গ্রন্থ ‘ভাবনার পদচিহ্ন’। এরপর ২০২২ সালে প্রকাশিত হয় দ্বিতীয় গ্রন্থ ‘বিজ্ঞানী ও বিজ্ঞান প্রসঙ্গ’। কর্মজীবনে বিচিত্র কর্তব্য পালনের পাশাপাশি চলে গবেষণা কার্যের সঙ্গে নিয়মিত সংযোগ রক্ষা এবং তারই ফলস্বরূপ দেশী ও বিদেশী নানা গবেষণা পত্রিকায় বেশ কিছু সংখ্যক গবেষণাধর্মী প্রবন্ধের প্রকাশ।