Description
বই নিয়ে কিছু কথা: মূলত লকডাউন পিরিয়ডে আশিস মিশ্রর ফেসবুকায়িত বিপুল টেক্সট যা মনে হয় অনেকটা স্মৃতিকথা, অনেকটা আত্মকথা, আবার অনেকটা আত্মগদ্য। হতে পারে অনেকটা জীবনীমূলক উপাখ্যান, অনেকটা আত্মজৈবনিক খণ্ডচিত্র, অনেকটা আবার মুক্তগদ্য। এই গদ্যগুচ্ছে লেখক চরম সত্য ও পরম উপলব্ধিকে পাথেয় করে, পুঁজি ও প্রযুক্তির গোপন আঁতাত ও চক্রান্তের আবর্তে অসম্ভব সৎ ও সাহসী থেকে নৈর্ব্যক্তিকভাবে তুলে ধরেছেন বাংলা সাহিত্যের পারম্পরিক অতীত ও ঐতিহ্যকে, পরিবর্তন ও বিবর্তনকে, বর্তমানের অস্থিরতা ও ঘনঘটাকে এবং ভবিষ্যতের প্রত্যাশা ও পথচলাকে।
আশিস মিশ্র
জন্ম পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার বড়বাড়ি গ্রামে। বর্তমানে হলদিয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী। সেই সঙ্গে ‘সংবাদ সাপ্তাহিক আপনজন’ পত্রিকার সহ সম্পাদক। আটের দশকের শেষ দিকে প্রথম কবিতা প্রকাশ ‘দ্যোতনা’ পত্রিকায়। পরে ‘ঝরোকা’ ও ‘স্বরচিত সংলাপ’ নামে লিটল ম্যাগাজিন সম্পাদনা।
১৪০০ সালে প্রথম কবিতার বই ‘বিপর্যয়ই তোমাকে ভয় পায়’ প্রকাশ। তারপর ‘মেঘনারীর ভূমিকা’, ‘নৌকো নদীর ছবি’, ‘অরণ্যলিপি’ ও ‘সারাদিনের তৃষা’ প্রকাশিত হয়েছে। মোট গ্রন্থের সংখ্যা সম্পাদনাসহ দশটি।
ইতিমধ্যে কয়েকটি সম্মাননাও পেয়েছেন। যোগ দিয়েছেন দুই বাংলাসহ বহির্বঙ্গের বহু কবিসম্মলনে। লেখালেখি করেন অসংখ্য পত্র-পত্রিকায়।