Description
বিশিষ্ট লেখিকা উমা সেনপাতির জন্ম ১৯৪৫ সালে পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার কলকলি গ্রামে। পিতা স্বর্গীয় শরৎকুমার সাঁতরা, মাতা স্বর্গীয়া কমলা দেবী। পড়াশোনা মেদিনীপুর শহরে। প্রথম জীবনে উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা ও পরে মহিষাদল গার্লস কলেজে দর্শন বিভাগে প্রায় ৩২ বছর অধ্যাপনা শেষে অবসর নেন ২০০৫ সালে। অধ্যাপক স্বামী ও দুই কন্যাকে নিয়ে ব্যস্ত জীবন অতিবাহিত করার সঙ্গে সঙ্গে ভারতীয় দর্শন ও বাংলা সাহিত্যের বিভিন্ন ধারায় অন্তত শতাধিক বইয়ের লেখিকা তিনি। পূর্ণতীর্থে মহামানব প্রথম খণ্ডের সফল প্রকাশের পর লেখিকার দীর্ঘ বীক্ষার সম্মিলন এই প্রকাশনা ‘পুণ্যতীর্থে মহামানব’ ২য় খণ্ড।