Bestseller

দেব সংস্কৃতি

দেব সংস্কৃতি মানুষের তৈরি করা এক সংস্কৃতি। দেব ভূমি ভারতের পুরুষ দেবতাদের নিয়ে নানা কথা। মনুষ্য সৃষ্ট বিভিন্ন আচার অনুষ্ঠান যার ভিত্তি। শিব বড় না বিষ্ণু বড়, শিব রাত্রি নিয়ে গড়ে ওঠা আচার অনুষ্ঠান যেমন আছে সেরকমই দক্ষিণ রায়-কে নিয়ে গড়ে ওঠা সংস্কৃতির কথা থাকছে। আবার পীর, গাজী সাহেব, সত্যপীর ভিন্ন ধর্মের সংস্কৃতিকে সনাতন হিন্দুগণ আপন করে নিয়েছেন তারও কথা থাকছে। সেই ভাবেই লিঙ্গান্তরিত দেবতাদের সংস্কৃতি চর্চার নানান আলেখ্য আলোচিত হয়েছে। আছে ঈদ পূজার কথা। ভারত ভূমির দেব সংস্কৃতির নানান তথ্য নিয়ে এই গ্রন্থ সাজিয়ে তুলবার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে।
সংস্কৃতি হল মানুষের তৈরি। মানুষের নিজের প্রয়োজনে গড়ে উঠেছে। নিজেদের জন্য সেই সব আচার অনুষ্ঠান ঈশ্বরের নামে নিবেদন করে চলেছে প্রাণীকুলের শ্রেষ্ঠ মানুষেরা। দেবতার নামে নানান সংস্কৃতি গড়ে উঠেছে। সেই সমস্ত সংস্কৃতির মধ্যে কয়েকটি সংস্কৃতি নিয়ে ‘দেব সংস্কৃতি’-র নির্মাণ।
সভ্যতার ঊষালগ্ন থেকেই আমাদের গোষ্ঠীপতিদের হাত ধরেই পৃথিবীতে সৃষ্টি হয়েছে সংস্কৃতি, ঈশ্বর প্রমুখ বিষয়। আপামর মানুষের কাছে দেব- দেবী হিসাবে তারা পরিচিত। তাদেরকে কেন্দ্র করে যে সমস্ত সংস্কৃতি গড়ে উঠেছে সেই সংস্কৃতি বা লোকাচারই এই গ্রন্থের বিষয়।

Language:
Subject:

Book Details:

ISBN:
978-81-19574-54-4
Writer/Editor:
রাজীব শ্রাবণ
Release Year:
2024
Edition:
FIRST
Format:
HARD BOARD

Buy on

Description

রাজীব শ্রাবণ বাংলা সাহিত্যের পাঠকদের কাছে সুপরিচিত নাম। তাঁর লেখা বাংলার পাঠককূলের কাছে সমাদৃত ও প্রশংসিত। মাতৃভাষার উপর ভালোবাসা শৈশবের আঁতুড়ঘর থেকে। অধুনা বিলুপ্ত যুগান্তর পত্রিকায় ‘শিশুদের পাততাড়ি’ বিভাগে লেখার মাধ্যমে সাহিত্যচর্চার সূত্রপাত। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত কলম ধরেন।ইতিমধ্যে পেয়েছেন মাইকেল মধুসূদন স্মৃতি সম্মান, রায়গুণাকর ভারতচন্দ্র সম্মান, বঙ্গ গৌরব সম্মান-সহ বিভিন্ন সম্মান। এ ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন সাহিত্য সম্মান।প্রতিবেশী বাংলাদেশের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিশেষ উপদেষ্টা তিনি। পেয়েছেন বাংলাদেশ শিশু সাহিত্য সংসদ থেকে বিশেষ সম্মান। দূরদর্শন-আকাশবাণীতে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করেন।ইতিমধ্যে তাঁর লেখা বাংলা বই বিভিন্ন ভারতীয় ভাষাসহ ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে। তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য জটিল বিষয়কে সহজসরল ভাবে উপস্থাপন করা। তাঁর লেখা গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হল-উপনিষদের ভাবনায় গীতাঞ্জলি, মার্কসীয় দৃষ্টিতে রবীন্দ্রকাব্য, মহাকাব্যের অস্ত্রভাণ্ডার, বিবেকানন্দের শিক্ষা দর্পণ, সাঙ্গীতিক মূর্ছনায় রবীন্দ্রনাথ, উপনিষদের আলোকে রবীন্দ্র মনন, ধর্মের উৎস সন্ধানে, বাংলা প্রবাদ, সম্ভবামি যুগে যুগে, মুক্ত পুরুষ স্বামী বিবেকানন্দ, শ্রীশ্রী রামকৃষ্ণ অমৃত কথা, উপনিষদের আলোকে রবীন্দ্রকাব্য, মহাকাব্যের অন্তরালে জন্ম রহস্য, অন্য চোখে মহাভারত, উপেক্ষিত শ্রীকৃষ্ণকীর্তন, রবীন্দ্রনাথের প্রেমিকা ঋতু, মুঘল হারেমের সুন্দরী-সহ প্রায় অর্ধশতক গ্রন্থ।ইংরেজি ভাষায় রচনা করেছেন Modern Management with Vivekananda’s Philosophy, Spiritual Intelligence Geetanjali an Archetype of Upanishad পাঠকমহলে আদৃত এবং প্রশংসিত।তাঁর রচিত বিভিন্ন গ্রন্থ দেশ-বিদেশে সমাদৃত। ‘দেব সংস্কৃতি’ লেখকের গবেষণাধর্মী একটি ভিন্ন ধর্মী ভাবনার গ্রন্থ।