Bestseller

ইতিহাসের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের নদনদী

অধ্যাপক কৃষ্ণ সরকার-এর জন্ম ১৯৮০ সালে নদীয়া জেলার শান্তিপুর ব্লকের অন্তর্গত আড়বান্দী ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডংক্ষিরা গ্রামের নিমতলা পাড়ায়। পিতা শ্রীরবীন্দ্রনাথ সরকার এবং মাতা শ্রীমতী ভারতী সরকার। ২০০১ সালে রানাঘাট কলেজ থেকে ইতিহাসে স্নাতক এবং ২০০৪ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে ‘১৯৪০ এর দশক থেকে ২০০৭ পর্যন্ত নদীয়ার তাঁত শিল্পের আর্থ-সামাজিক চিত্র’ শিরোনামে এম.ফিল. ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীকালে বহরমপুর গার্লস কলেজ ও বর্তমানে ভিক্টোরিয়া ইন্সটিটিউশন কলেজের ইতিহাস বিভাগে অধ্যাপনারত। ২০১৩ সালে ১৯৪০ এর দশক থেকে ২০০৭ পর্যন্ত নদীয়ার তাঁত শিল্পের আর্থ-সামাজিক চিত্র নামে পুস্তক প্রকাশিত হয়।

এযাবৎ প্রকাশিত বইগুলি—
নদীয়া জেলার ঐতিহ্যবাহী শিল্পের: বর্তমান অবস্থা ও সম্ভাবনা
হস্ত ও বয়ন শিল্পের বিকাশে মুর্শিদাবাদ
বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সামাজিক নিরাপত্তা

Language:

Book Details:

ISBN:
978-81-953333-3-2
Writer/Editor:
কৃষ্ণ সরকার
Release Year:
2023
Edition:
Second Edition
Format:
Hardboard

Description

সুপ্রাচীন কাল থেকে নদনদী মানবজীবনের চালিকাশক্তি। নদনদী যে-কোনো দেশের প্রাণ। বঙ্গদেশ, বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য এ কথা চাঁদ-সূর্যের মতো ধ্রুব। নদনদীও তার প্রাণপ্রাচুর্যে দারুণভাবে বৈচিত্রময় ও প্রবলভাবে সম্পদশালী। কত অজস্র নদী যে এই প্রিয়ভূমীজুড়ে বিস্তৃত, তার কোনো ইয়াত্তা নেই। ছোটোবড়ো যেসব নদী জালের মতো বিছিয়ে আছে আমাদের প্রিয় স্বদেশে, তার কোনোটি প্রমত্তা, কোনোটি স্রোতস্বিনী, কোনোটি আবার মৃদুলা, অর্থাৎ, মন্থরগতির।
কী বিচিত্র সব তাদের নাম! কত বৈচিত্রময় তাদের গতিপথ! যেমন: উদাহরণস্বরূপ, গঙ্গা, ভাগীরথী, হুগলি, আদিগঙ্গা, কংসাবতী, সুবর্ণরেখা, দামোদর, জলঙ্গী, সরস্বতী, মাতলা, বিদ্যাধরী, ইছামতি প্রভৃতি। আমাদের মধ্যে অনেক মানুষ নদীকে নিজের মতোই ভালোবাসেন; তাঁরা অবসরে নদী নিয়ে ভাবেন, নদী রক্ষার জন্য কাজ করেন। তাঁদের এই ভালোবাসা সহজাত। বইটির প্রথম অধ্যায় থেকে শুরু করে শেষ অধ্যায় পর্যন্ত গভীরভাবে পাঠ করলে নদীর যে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তা মানুষের কাছে অপরিসীম। নদী ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বিশাল ভূমিকা গ্রহণ করে আছে তা অস্বীকার করার উপায় নেই।
একথা বলা যায় মানব সভ্যতার ধারক ও বাহক হল নদী। বইটিতে লেখক তার গবেষণার মাধ্যমে পশ্চিমবঙ্গের নদীর সার্বিক বিবরণ, নদীকে কেন্দ্র করে যে জনপদ গড়ে উঠেছে তার বর্ণনা, অর্থনৈতিক বিকাশ কীভাবে সমৃদ্ধ করেছে তার বিবরণ এবং পশ্চিমবঙ্গের নদীবক্ষে বিভিন্ন জলযানের এবং নদীকে কেন্দ্র করে এই সব এলাকার সাধারণ মানুষের জীবন-জীবিকা নির্ধারণের বর্ণনা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। এককথায় বলা যায়, বইটি নদীকেন্দ্রিক ঐতিহাসিক দলিল।
বইটি পড়ে পাঠকগণ কৃতার্থ হলে লেখকের (কৃষ্ণ সরকার) পরিশ্রম ও উদ্দেশ্য সার্থক ও সুন্দর হবে।

অধ্যাপক (ড.:) প্রকাশ বিশ্বাস
যাদবপুর বিশ্ববিদ্যালয়